সুলতানা শাহ্‌রিয়া পিউ

Sutana Shahoriar Piue
সুলতানা শাহ্‌রিয়া পিউ

মেঘের সাথে কথা তার প্রথম কাব্য গ্রন্থ। নিমগ্ন জলধারা, অচিন, আমার দিনগুলাে রইলাে অসম্পূর্ণ তাঁর অনূদিত কাব্যগ্রন্থ। মেঘের দেশে ফিরে যাবার গল্প একক গল্প সঙ্কলন। আমরা করবাে। জয় একক চিত্রনাট্য সঙ্কলন। তাঁর ভয়েস টু দ্য ইটারনাল হােম আবৃত্তির এ্যালবামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নােবেল প্রাপ্ত Song Offerings-এর অংশ বিশেষ। পঞ্চপ্রভা তার অংশগ্রহণে সমবেত কণ্ঠে পাঁচ কবির গানের এ্যালবাম। অনুভবে অনুরণ মিক্সড এ্যালবামে তাঁর রচিত বেশকটি গান ও কবিতা রয়েছে। হৃদয় রাজপথ কবিকণ্ঠে স্বরচিত দ্বৈত আবৃত্তি এ্যালবাম। বর্তমানে দশ অনুপাত ছয় প্রতিষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। এছাড়াও তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখে চলেছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান