সুশান্ত মজুমদার

Sushanto Mojumder
সুশান্ত মজুমদার

সুশান্ত মজুমদারের জন্ম ১১ নভেম্বর ১৯৫৪ সালে। বাগেরহাট জেলায় বাংলা সাহিত্যে এম.এ। সাংবাদিকতা পেশা দিয়ে জীবনের শুরু। শিল্প সংস্কৃতির সাপ্তাহিক পত্রিকা ‘সচিত্র সন্ধানী’তে সম্পাদনা সহকারী ছিলেন। ষাটের দশকে স্কুলজীবনে ‘ডাক দিয়ে যাই, জনবার্তা’ পত্রিকায় লিখেছেন। সত্তর দশকে নজরুলবিষয়ক প্রবন্ধ লিখে সক্রিয় সাহিত্য চর্চার শুরু। গল্প উপন্যাস ছাড়াও তিনি প্রবন্ধ লেখেন। দেশের বিভিন্ন সাহিত্য ও প্রধান দৈনিক পত্রিকায় তাঁর লেখার উপস্থিতি লক্ষনীয়।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান