সামিন ইয়াসার

Samin yeasar
সামিন ইয়াসার

সামিন ইয়াসার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শেষ করে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খিলগাঁও মডেল কলেজ থেকে বিবিএ করছেন। ২০০৭ সালে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসরে তার লেখা প্রথম প্রকাশিত হয়। এরপর নিয়মিত লিখছেন শিশু ও নবারুণসহ জাতীয় পত্রপত্রিকায়। অনুবাদ হলেও এটি তার দ্বিতীয় বই। অথই নামে পরিচিত কবি-পরিবারের এই লেখক দীর্ঘদিন ধরে নজরুল সংগীতে তালিম নিচ্ছেন। সংগীতে তিনি তালিম নিয়েছেন নজরুল একাডেমি এবং ছায়ানটে। গানের একটি অ্যালবাম রয়েছে তার। গানের পাশাপাশি তিনি মিডিয়া প্রােডাকশনের সঙ্গে যুক্ত।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান