রহিমা আখতার কল্পনা

Rahima Akhter Kolpona
রহিমা আখতার কল্পনা

কবি রহিমা আখতার কল্পনার জন্য কিশােরগঞ্জে, ৭ই আগস্ট ১৯৬২ সালে। মা আনােয়ারা বেগম, বাবা মরহুম। মাে. আবদুল মােতালিব ভূঁইয়া। কৈশােরে বাবার অনুপ্রেরণায় সাহিত্যচর্চার শুরু। পড়াশুনা করেছেন কিশােরগঞ্জের নান্দলা অছমউদ্দীন হাইস্কুল, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ইডেন গভঃ গার্লস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর। তিনি লােকসাহিত্য বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের ICCR (Indian Council for Cultural Relation) greente | PhD গবেষক। পেশায় বাংলা একাডেমির উপপরিচালক ও প্রশিক্ষণ বিভাগের প্রধান। দীর্ঘদিন বাংলা একাডেমির সাহিত্য ত্রৈমাসিক ‘উত্তরাধিকার’-এর নির্বাহী সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি একাডেমির শিশু-কিশাের পত্রিকা ‘ধান শালিকের দেশ’-এর নির্বাহী সম্পাদক। ইতােমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২২। কাব্য ১০টি, গল্পগ্রন্থ ২টি, প্রবন্ধের বই ২টি, একক ও যৌথভাবে সম্পাদিত গ্রন্থ ৮টি। রহিমা আখতার কল্পনা বিটিভি এবং বাংলাদেশ বেতারে দীর্ঘকাল বাংলা সংবাদ পাঠ করেছেন। বিটিভি, বেতার এবং অন্যান্য টিভি চ্যানেলের উপস্থাপক, আবৃত্তিশিল্পী ও তালিকাভুক্ত নাট্যশিল্পী। তিনি বিবাহিত। স্বামী জগদীশচন্দ্র পন্থ কৃতি কূটনীতিক। গুণী পুত্র দেবাশিস কায়সার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, অভিনেতা ও কণ্ঠশিল্পী। সৃজনের ক্ষেত্রে কবিতা তাঁর সবচেয়ে স্পর্শকাতর ও প্রিয় মাধ্যম।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান