ওবেইদ জাগীরদার

Obeid Jaigirdar
ওবেইদ জাগীরদার

ওবেইদ জাগীরদার। জন্ম ১৯৩৫, ১০ নভেম্বর, সিলেট। বাবা আব্দুল খালেক জায়গীরদার। মা শরিফুন্নেসা খাতুন। স্কুল জীবন থেকে সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বামধারার রাজনীতিতে সক্রিয়। সিলেটে স্কুল এবং চট্টগ্রামে কলেজ শিক্ষা শেষে ১৯৫৬ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। তাঁরই উদ্যোগে ১৯৬৩ সালে তৎকালীন পাকিস্তানের ঢাকায় প্রথম আর্ট গ্যালারি “শিল্প নিকেতন” প্রতিষ্ঠিত হয়। তিনি চার সন্তানের জনক।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান