নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়

Nrependrokrisno Cttopadday

নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় (১৫ জানুয়ারি ১৯০৫ ― ২৩ জুলাই ১৯৬৩) একাধারে ছিলেন ভারতীয় বাঙালি চিত্রনাট্যকার, কাহিনিকার, গীতিকার, চিত্রপরিচালক ও অভিনেতা এবং অন্য দিকে অনুবাদক, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক এবং বেতারের অনুষ্ঠান সঞ্চালক। … শিশু সাহিত্যে তার অবদান ছিল বিশেষভাবে স্মরণীয়।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান