পুরাে নাম নিল রিচার্ড ম্যাককিনন গেইম্যান, জন্ম ইংল্যান্ডের হ্যামশায়ারে। কর্মজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। এর পাশাপাশি বইপত্রের রিভিউও করতেন। প্রখ্যাত বৃটিশ পপ ব্যান্ড ডুরান ঢুর্যান-এর বায়ােগ্রাফি লেখার মধ্য দিয়ে তার লেখক জীবনের সূচনা । এর পর গল্প-উপন্যাস থেকে শুরু করে কমিক্স, গ্রাফিক নভেল, থিয়েটারসহ চলচ্চিত্রের জন্যেও স্ক্রিপ্ট লিখেছেন তিনি। দ্য স্যান্ডম্যান নামের কমিক্স ‘ বইটিই তাকে খ্যাতি এনে দেয়। হুগাে, নেবুলা, ব্রামস্টোকার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই জনপ্রিয় লেখক।