নাসিমা আনিস জন্ম ১৬ নভেম্বর, ১৯৬২, কুমিল্লায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশা শিক্ষকতা। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১১ প্রথম গ্রন্থ উপন্যাস ‘মােহিনীর থান’ কাগজ তরুণ কথাসাহিত্য ২০০৬ পুরস্কার লাভ করে।। দ্বিতীয় উপন্যাস ‘চন্দ্রভানুর পিনিস’ দৈনিক সমকাল নবীন কথাসাহিত্য পুরস্কার ২০০৯ লাভ করে।