নাজনীন করিম

Najnin Karim
নাজনীন করিম

নাজনীন করিম ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ভূগােল বিভাগের অধ্যাপিকা। তাঁর জন্ম রাজশাহী শহরে। সেখানে রাজশাহী সরকারি কলেজের শিক্ষা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগােলে এম.এসসি এবং পরে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড সমাপ্ত করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সামার সায়েন্স কোর্স করেছেন। তিনি জাতীয় ভূগােল সমিতির একজন সদস্য। শিক্ষকতা জীবনে পাবনা ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজে তিনি অধ্যাপনা করেছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান