এককথায় জীবনের নানা দিক, নানা চরিত্র, হাসি-কান্না, আনন্দ-বেদনা, বিরহ, সুখ-দুঃখ, শিক্ষা-অশিক্ষা, প্রেমপ্রীতি উঠে এসেছে তার গল্পগুলােতে। মনে হয় কখনাে কখনাে যেনাে নিজের জীবনের কথাই বলে যান। গল্পকার আর সেই জীবনও আমার আপনার তথা সবার জীবন। সাবলীল উপস্থাপনের কারণে তার প্রতিটি গল্প যেমন প্রাণবন্ত তেমনি সামাজিক সমস্যাদীর্ণ ঘটনার নিরেট বর্ণনায় পাওয়া যায় বাস্তব জীবনচিত্র। একজন ছােট গল্পকার হিসেবে নীরু ইতিমধ্যেই পাঠকদের নজর কেড়েছেন । ছােট গল্পের কেন্দ্রীয় বিশেষত্ব হচ্ছে, যা বলা হয় কিংবা লেখক যা বর্ণনা করেন এবং সেই সঙ্গে আরাে কিছু বর্ণনা করতে ইচ্ছুক – এ দু’টো দিককে ছাড়িয়ে এমন একটা কিছু থাকে যা আপাত অপ্রকাশিত এবং রহস্যময়। আসলে এ ব্যাপারটি একটা সংকেত। আর এ সংকেত অনুসরণ করে যেকোনাে পাঠক তার কল্পনাকে পরিচালিত করতে পারে। এটা মূলতঃ মানব জীবনে একটি চিরন্তনেরই সূক্ষ উদ্ভাসন। আমার দৃষ্টিতে এক্ষেত্রে নীরু বেশ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। আমি তার পূর্ণ সাফল্য কামনা করি।