কুমার অরবিন্দ

Kumar Orbindro
কুমার অরবিন্দ

জন্মঃ ৩০ জানুয়ারি। পৈতৃক নিবাস ও বেড়ে ওঠা ফরিদপুরের ডুমাইন গ্রাম হলেও জন্ম মাতুলালয় রাজবাড়ীর সাধুখালী গ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থা থেকে দেশের প্রথম সারির দৈনিকগুলোতে তাঁর ফিচার, গল্প প্রকাশিত হচ্ছে। কুমার অরবিন্দ বাংলা একাডেমির “তরুণ লেখক প্রকল্প ”-এর প্রশিক্ষণার্থী ছিলেন। শিশুসাহিত্য, উপন্যাস ও টেলিভিশন নাটক লিখলেও ছোটগল্প লেখাতেই তিনি বেশি সাচ্ছন্দ্য অনুভব করেন। ২০১০ সাল থেকে “উৎসব ” নামে একটি প্রত্রিকা সম্পাদনা করে আসছেন। তাঁর গল্প নিয়ে বেশ কিছু টেলিভিশন নাটক ও শর্ট ফিল্ম নির্মিত হয়েছে। গাজী রাকায়েত, দীপঙ্কর দীপন, ফেরারী অমিত, নুরুল ইসলাম মিল্টনের মতো প্রথিতযশা নির্দেশকগণ সেগুলোর নির্দেশনা দিয়েছেন। লেখালিখির পাশাপাশি তিনি শুল্ক বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান