Hafiz Rahman
আমার জন্ম ১৯৫৯ সালের ২০ শে জানুয়ারী, তদানিন্তন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান মাগুরা জেলা) ডুমুরশিয়া গ্রামে। প্রকাশিত কাব্যগ্রন্থ ফিরে আসি প্রতিদিন (২০১৫) ও কবিতার কাছে যাবো (২০১৬) । সম্পাদিত কাব্যগ্রন্থ বৈশাখে রচিত পঙক্তি (২০১৬)।
প্রকাশিতব্য কাব্যগ্রন্থ উৎসব ও এ কেমন ভালবাসা কে জানে। এছাড়া একটি গল্পগ্রন্থ প্রকাশিত হবে।