ডা. রফিকুল ইসলাম

Dr. Rafiqul Islam
ডা. রফিকুল ইসলাম

বাংলাদেশের বিশিষ্ট মননশীল লেখক, ভাষাতত্তবিদ, নজরুল বিশেষজ্ঞ ড. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল-গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। ১৯৫৮ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও নজরুল গবেষণায় নিয়ােজিত ছিলেন। অধ্যাপক রফিকুল ইসলামের ভাষাতত্ত্বে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণা আমেরিকার কর্নেল, মিনেসােটা, মিশিগান-অ্যান আরবার এবং হাওয়াই বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট সেন্টারে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে তার বেশ কয়েকটি উল্লেখযােগ্য প্রকাশনা রয়েছে। তিনি বায়ান্ন সালের বাংলা ভাষা আন্দোলন ও একাত্তর সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনীর বন্দিশিবিরে নির্যাতিত হন। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা নজরুল একডেমীর সাবেক সাধারণ সম্পাদক এবং নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বাের্ডের চেয়ারম্যান। তিনি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান ও সঙ্গীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক । তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এমিরিটাস প্রফেসর । অধ্যাপক রফিকুল ইসলামের অন্যান্য গ্রন্থ : নজরুল-নির্দেশিকা; ভাষাতত্ত্ব; An Introduction to Colloguial Bengali; নজরুল জীবনী; কাজী নজরুল ইসলাম : জীবন ও কবিতা; কাজী নজরুল ইসলাম : জীবন ও সাহিত্য; কাজী নজরুল ইসলামের জীবন ও সৃজন; Kazi Nazrul Islam : A New Anthology; (সংকলন ও সম্পাদনা); বাংলা ভাষা আন্দোলন; বাংলাদেশের সাহিত্য: ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ; ভাষাতাত্ত্বিক প্রবন্ধাবলী; আবুল মনসুর আহমদ রচনাবলী (সম্পাদনা, তিন খণ্ড); বাংলা ব্যাকরণ সমীক্ষা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর; হাজার বছরের বাংলা সাহিত্য (সংকলন ও সম্পাদনা); প্রভৃতি।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান