দফনে দ্যু মরিয়ে

Dafne du Moriye
দফনে দ্যু মরিয়ে

দফনে দু্য মরিয়ে (১৯০৭-৮৯)-র জন্ম লন্ডনে। বাবা ছিলেন বিখ্যাত অভিনেতা-ব্যবস্থাপক স্যার জেরাল্ড দু মরিয়ে প্রথমে বাড়িতে অন্য বোনদের সাথে ও পরে প্যারিসে শিক্ষা লাভের পর ১৯২৮ সালে ছোট গল্প আর নিবন্ধ রচনা শুরু করেন তিনি । ১৯৩১ সালে তাঁর প্রথম উপন্যাস দ্য লাভিং স্পিরিট প্রকাশিত হয়। এরপর তার বাবার জীবনী ও তিনটি উপন্যাস বের হয়। কিন্তু রেবেকা উপন্যাসটিই তাকে সাহিত্য বলয়ে প্রতিষ্ঠিত করে এবং তাঁর সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত করে। ১৯৩২ সালে দু্য মরিয়ে মেজর ফ্রেডেরিক ব্রাউনিংকে বিয়ে করেন। তাদের সন্তানের সংখ্যা তিন । উপন্যাসের পাশাপাশি দুর্ঘ্য মরিয়ে ছোট গল্প, নাটক ও জীবনীও রচনা করেছেন। তার অনেক বেস্টসেলিং উপন্যাসই পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে পরিণত হয়েছে। ১৯৬৯ সালে দু্য মরিয়ে স্বয়ং ডিবিই পুরস্কার অর্জন করেন। জীবনের বেশিরভাগ সময়ই কর্নওয়েলে বাস করেছেন তিনি, যা তাঁর অধিকাংশ গল্পের পটভূমি। দ্যু মরিয়ের অন্যান্য বিখ্যাত গ্রন্থের ভেতর রয়েছে : জ্যমাইকা ইন, ডোন্ট ফুক নাউ, স্কেপগোট ইত্যাদি ।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান