চার্লস বুকাওস্কি মূলত একজন কবি। তিনি আমেরিকার সবচেয়ে পরিচিত এবং প্রভাবশালী কবিদের একজন। তাঁর জন্ম জার্মানিতে ১৯২০ সালে। তাঁর বাবা ছিলেন একজন আমেরিকান সৈনিক এবং মা একজন জার্মান। তিন বছর বয়সে তাঁকে নিয়ে তাঁর বাবা-মা আমেরিকাতে চলে আসেন। তিনি লস এঞ্জেলসে বেড়ে ওঠেন এবং সেখানেই বাস করেন ৫০ বছর। তাঁর প্রথম গল্প প্রকাশ হয় ১৯৪৪ সালে যখন তাঁর বয়স ২৪ বছর এবং তিনি কবিতা লিখতে শুরু করেন ৩৫ বছর বয়সে। তিনি মৃত্যুবরণ করেন সান পেড্রো, ক্যালিফোর্নিয়াতে ৯ মার্চ, ১৯৯৪ সালে যখন তাঁর বয়স ৭৪ বছর, তাঁর সর্বশেষ উপন্যাস ‘পাল্প’ শেষ করার কিছুদিন পর। জীবদ্দশায় তিনি সব মিলিয়ে ৪৫-টিরও বেশি কবিতা এবং গদ্যের বই প্রকাশ করেন। সেগুলোর মাঝে তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হলো: পোস্ট অফিস (১৯৭১), ফ্যাকটোটাম (১৯৭৫), উইমেন (১৯৭৮), হ্যাম অন রাই (১৯৮২) এবং হলিউড (১৯৮৯)।