বিশ্বজিৎ দাস

Bishojit Das
বিশ্বজিৎ দাস

রম্য সবাই লিখতে পারে না। কেউ কেউ পারে- বিশ্বজিৎ দাসের ক্ষেত্রে একথাটি শতকরা শতভাগ সত্য। ছোটগল্প, সায়েন্স ফিকশন, রম্য গল্প, টিভি নাটক ইত্যাদি লিখলেও বিশ্বজিৎ দাসের ব্যাপক পরিচিতি একজন রম্য লেখক হিসেবে।
দেশের বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নিয়মিতই লিখে থাকেন। তাঁর লেখা রম্য পাঠকদের যেমন আকৃষ্ট করেছে তেমনি জনপ্রিয় হয়েছে তাঁর সৃষ্ট চরিত্র ‘মোখলেস ভাই’। এ পর্যন্ত ‘মোখলেস ভাই’ উপাখ্যান’-এর ছয়টি সিকুয়েল লেখা হয়েছে।
বর্তমানে তিনি দিনাজপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- বিজ্ঞানী নাবিল আহমেদের আজব যত কা-, মোখলেস ভাই উপাখ্যান-১, মোখলেস ভাই উপাখ্যান-২, মোখলেস ভাই উপাখ্যান-৩, ধরাশায়ী মোখলেস ভাই, পালাও মোখলেস, এবং মোখলেস ভাই, গ্যাঁড়াকল, ভেজাল হাসি, রবু নামের রোবটটি, শার্লক হোমসের বিয়ে, আনলিমিটেড রম্য গল্প, সময় ইত্যাদি। প্রথম টিভি নাটক আজ মিলনের বেলা।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান