আব্বাস উদ্দিন আহমেদ

Abbus Uddin Ahmed
আব্বাস উদ্দিন আহমেদ

আব্বাস উদ্দিন আহমেদের জন্ম ১৯৬৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বহলবাড়িয়া গ্রামে। পিতা সাহিত্যের শিক্ষক আক্কাছ উদ্দিন আহমদ ও মাতা হাসিনা আক্কাছ-এর ৭ সন্তানের সবাই কমবেশি লেখালেখিসহ সংস্কৃতিচর্চায় নিবেদিত । আব্বাদ উদ্দিনের শিক্ষার সূচনা গ্রামের মাদ্রাসায়, মাধ্যমিক ঐতিহ্যবাহী বেণীপুর হাইস্কুলে এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলাভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । বাংলাদেশ ও ভারতের লিটলম্যাগাজিন এ পত্রপত্রিকায় লেখকের বহু নিবন্ধ-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্কৃতিক সংগঠনসহ অর্ধ-শতাধিক লিট্‌ল-ম্যাগাজিন, দেয়ালপত্রিকা ও সাময়িকীর প্রকাশনার সাথে তিনি সম্পৃক্ত। এছাড়া রবীন্দ্র নজরুল-সুকান্ত স্মৃতি সংকলন ‘সংহতি সম্প্রীতি সম্পাদনায় পশ্চিম বাংলার সংবর্ধিত ও কেমব্রিজের ইন্টারন্যাশনাল বায়ােগ্রাফিক্যাল সেন্টার কর্তৃক দুবার ইন্টারন্যাশনাল ম্যান অব দি ইয়ার মনােনীত হন । খুলনা, থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সেরাখবর’-এর সেরালেখক সম্মাননা স্মারক এবং সাপ্তাহিক ‘নাটোর বার্তা কর্তৃক হাজেরা-নবির স্মৃতি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। আব্বাস উদ্দিন আহমেদ বর্তমানে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক পদে কর্মরত।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান