ফ্ল্যাপে লেখা কিছু কথা
তপু আর তনুর বাসায় মোটামুটি এক ধরনের সামরিক শাসক চলছে। তাদের মা ভীষণ কড়া। পান থেকে চুন খসলেই নানা রকমের শান্তি দেন ৮ বছরের তনুকে। বাসায় একটা আলাদা তালিকাই আছে-ক্রাইম এন্ড পানিশমেন্ট-তপু তনু কী কী ভুল করলে কী কী শান্তি পাবে। একদিন শান্তি হিসেবে তপুকে বাথরুমে আটকে রাখা হলো।কিন্তু বাথরুমের দরজা খুলে দেখা গেল তপু নাই। সে গায়েব গয়ে গেছে। কী করে সে বাইরে থেকে আটকানো বাথরুম থেকে হারিয়ে গেল আর কীভাবে ফিরে এল, সেটাই একটা রহস্য। আর সে রহস্যের উদ্ঘাটনের পর তাদের নানা ঘোষণা করলেন, আজ থেকে বাড়ির কর্তা ছোটরা। আরম্ভ হলো ছোটদের শাসন। কেমন ছিল সেই ছোটদের শাসন?
ভূমিকা
এই বইটার নামকরণ নিয়ে আমি এখনও দ্বিধায় আছি। যাদের বয়স কম, তাদেরকে কি ছোট বলা যায়? আসলে তো তারা ছোট নয়। তারা বড়। তারা অনেক বড় কাজ করতে পারে। অনেক বড় বড় ভাবনা ভাবতে পারে। অনেক বড় বড় প্রশ্ন করে। আর শোনো, বইটার মলাটের সঙ্গে ভেতরের গল্পের একটু পার্থক্য আছে। মলাট থেকে ভেতরে যেতে যেতেই তপু আর তনুর বয়স দুই বছর করে বেড়ে গেছে। ভেতরের বয়সটাই ঠিক। বইটা পড়ে তোমাদের কেমন লাগল, সেটা আমাকে জানাতে পারো ই-মেল করে। নিচে ঠিকানাটা দিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থেকো।
ইতি-
তোমাদের আনিসুল হক