ভূমিকা
আমর বহু প্রবন্ধ-নিবন্ধ পত্র-পত্রিকা ছাপা হয়েছে। তারই একটি সংগ্রহন এই পুস্তক। এ বই পাঠককে আকৃষ্ট করতে পারবে, সে আশা নিয়েই প্রকাশক আমার কাছ থেকে পাণ্ডুলিপি নিয়েছেন। আশা করা হয়েছে যে, কাল তারিখ না থাকলেও পাঠক নিদ্দিষ্ট সময়কে নিদ্ধারণ করতে পারবে। প্রবন্ধের বৈশিষ্ট্য রক্ষা করে চলমান বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদকে কেন্দ্র করে এই সব প্রবন্ধ দ্রুত পঠনের জন্যে লেখা হয়েছিল। প্রাচীন পদ্ধতির প্রবন্ধ বা নিজস্ব একে বলা যাবে না। সাধারণ মানুষের বোধগত ভাষায় সর্বপ্রকার জটিলতা পরিহার করে এই পুস্তকের প্রবন্ধগুলো। এতে অনেক প্রবন্ধ আছে, যা ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়াই লেখক চেয়েছেন। আধুনিক পৃথিবী যুদ্ধ বিগ্রহের যুগ এবং সচেতন মানুষের অধিকার আদায়ের সময়। বহু অচেতন জাতি বা গোষ্ঠি তাদের অধিকার অর্জনের সংগ্রামে লিপ্ত। বদলে যাওয়া পৃথিবীর আমরা এক নতুন ক্রান্তি কালে আমরা বাস করি। পৃথিবীর এই নতুন অধ্যায়ে চতুদ্র্দিকে লক্ষ রাখতে হয়। এখন আর কেবল নিজের কথাটাই প্রধান নয়। এক দিকে অর্থনৈতিক অবস্থা মানুষকে পৃথক সত্ত্বার দিকে টানে, অপর দিকে জগতের অনিবার্য আকর্ষণ মানুষকে শাশ্বত ঐক্যের দিকে নিয়ে যায়। যথা সম্ভব দৃষ্টি রাখা হয়েছে মানুষের এসমস্ত বস্তুনিষ্ঠ জ্ঞানের দিকে।
ফয়েজ আহ্মদ