যতীন সরকার সেই বিরলপ্রজ প্রাবন্ধিকদের অন্যতম, যাঁর রচনা সমমনাদের উদ্দীপ্ত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক যোগায়। চিন্তার স্বচ্ছতায়, বিশ্লেষণের গূঢ়তায়, বক্তব্যের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে প্রবন্ধ। চিন্তার দৈন্যের যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি তা থেকে উত্তরণের জন্য তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় ক্ষেত্রে অনুসরণযোগ্য দর্শনের অনুসন্ধান আজ অপরিহার্য হয়ে পড়েছে। যতীন সরকারের তীক্ষèধী বিবেচনায় সেই দর্শনের নাম বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদী আদর্শে রচিত তাঁর অসংখ্যা প্রবন্ধ থেকে বাছাইকৃত ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ এই চিন্তানায়কের সুদীর্ঘ পাঁচ দশকের অবিরাম মননচর্চার উজ্জ্বল স্মারক।