পৃথিবী চালাচ্ছে পুঁজিবাদের নামে ছদ্মবেশী গণতন্ত্র। পুঁজিবাদের এই স্বরূপটাকে পুরোপুরি বুঝতে হলে জানা প্রয়োজন পুঁজিবাদ কী, সমাজতন্ত্রের সঙ্গে এর দ্বন্দ্বটাই বা কী! এ বিষয়ে পৃথিবীর বিখ্যাত দার্শনিক ও গবেষকরা কী মতামত দিয়েছেন? পুঁজিবাদের সঙ্গে সমাজতন্ত্রের দূরত্ব কতটুকু? এই দুই তন্ত্রের উৎস, বিকাশ, বিস্তার, প্রকার, পরিবর্তন, সমস্যা-সংকট জানার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা করা হয়েছে বইটিতে। এক মলাটে দুই তন্ত্রের দুই পৃথিবী। এই দুই তন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে মার্কসবাদ, সামরিকতাবাদ, নারীমুক্তি, মুক্তচিন্তা, বিজ্ঞান-ধর্ম ইত্যাদি বিষয়। এসব নিয়ে দেশী-বিদেশী মনীষীদের বক্তব্য বইটিতে তুলে ধরা হয়েছে। প্রবন্ধগুলি আমাদের জানার পরিধিকে যেমন বিস্তৃত করবে, তেমনি শাণিত করবে আমাদের বুদ্ধিকে।