পঞ্চাশের দশক থেকে লোকায়ত বাংলার জীবনচিত্র এদেশের চলচ্চিত্রে ফুটে উঠলেও শোষণমুক্তি ও স্বাধীনতার আকাক্সক্ষা চলচ্চিত্রে রূপায়িত হতে শুরু করে ষাট দশকের শেষ দিকে। এর বড় উদাহরণ জহির রায়হানের জীবন থেকে নেওয়া। তাই একাত্তর-পরবর্তীই নয়, মূলত এর আগেই মুক্তিসংগ্রামের যে আবহ তৈরি হয়েছিল সেগুলোও মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের আওতায় পড়ে। অন্যদিকে সত্তরের দশকের চলচ্চিত্রে মুক্তিসংগ্রামের কাহিনী স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আবার মুক্তিযুদ্ধের ঘটনা অবলম্বনে দেশী-বিদেশী অনেক প্রামাণ্যচিত্রও তৈরি হয়। আমাদের চলচ্চিত্রে স্টপ জেনোসাইড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রসমূহের নির্মাণ পটভূমি, নির্মাণ-সংশ্লিষ্টদের সাক্ষাৎকার, সে-সময়ের পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ-নিবন্ধকে উদ্ধৃত করে বইটি আমাদের চলচ্চিত্রের একটি মূল্যবান গবেষণা।