নব্বই ছিল বাঁক বদলের দশক। স্বৈরাচারের পতনের মতো যেন বদলে গিয়েছিল সামাজিক কথনের ইতিহাসও। গল্পও হয়ে ওঠেছে বহুমাত্রিক। এর কাণ্ডারিরা হলেন শাহাদুজ্জামান, জাকির তালুকদার, মাসুদা ভাট্টি, শাহনাজ মুন্নী, আকমল হোসেন নিপু, খোকন কায়সারের মতো মেধাবী কথাসাহিত্যিকগণ। যারা গল্পকে বদলে দিয়েছেন বিচিত্র ভঙ্গিতে বিভিন্ন রৈখিকতায়। এদশকে গল্প হয়ে উঠেছে সময়ের শক্ত কাঠের ভেতর দুর্দান্ত ঘুণপোকা। এটি তেমনই সব গল্পের অনবদ্য সংকলন