আবুল কাসেম ফজলুল হকের লেখা তথ্যনির্ভর ও চিন্তাসমৃদ্ধ। চিন্তার জন্য চিন্তা কিংবা কেবল আনন্দের জন্য চিন্তা তিনি করেন না। এক উন্নত বাংলাদেশ এবং উন্নত পৃথিবীর স্বপ্ন দেখেন তিনি। বাংলাদেশে চিন্তার সঙ্গে কর্মের সংযোগের প্রয়োজন তিনি তীব্রভাবে অনুভব করেন। বাংলাদেশের জনগণের ও মানবজাতির প্রগতি নিয়ে পরম আশা আছে তাঁর মনে। ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, নীতিবিজ্ঞান, সংস্কৃতি, সভ্যতা, সাহিত্যতত্ত্ব, সৌন্দর্যতত্ত্ব ইত্যাদি জ্ঞানশাখার ধারা ধরে তিনি ব্যক্তি, সমাজ, জাতি, রাষ্ট্র ও বিশ্বব্যবস্থার মহান দিকগুলোকে ফুটিয়ে তোলেন। বাংলাদেশকে সুস্থ, স্বাভাবিক, স্বাধীন, সার্বভৌম, শক্তিমান, সমৃদ্ধিমান, প্রগতিশীল রাষ্ট্র রূপে গড়ে তোলার আন্তরিক তাগিদ কাজ করছে এ বইয়ের প্রতিটি লেখায়।