সিভিল সোসাইটি বিষয়ে বিস্তর আলোচনা ও বিতণ্ডা হলেও এ নিয়ে আমাদের দেশে ব্যাপকভিত্তিক কোনো কাজ হয়নি। অধিকাংশ লেখাই ব্যক্তিক অভিমত কিংবা ইতিহাসগত নানা মনোভঙ্গি প্রকাশ করে। আমাদের দৃশ্যমান শহুরে সিভিল সোসাইটির কর্মকাণ্ড বৃহত্তর জনগোষ্ঠীর কতটুকু কাছাকাছি বা কতটুকু ভূমিবর্তী; তারা সংখ্যাগরিষ্ঠ নিম্নবর্গীয় মানুষের কণ্ঠস্বরই-বা কতটুকু প্রকাশ করে? আর আদতে সিভিল সোসাইটি কী; এর দায়, কাজ বা স্বরূপ কী, ক্ষমতাতন্ত্রের সঙ্গেই বা এর কী সম্পর্ক? এরকম নানাবিধ প্রশ্ন ও উত্তর সন্ধান করেছেন দেশ-বিদেশের বহু লেখক ও চিন্তাবিদ। তাদের গুরুত্বপূর্ণ রচনাসমৃদ্ধ এই সংকলনটি সিভিল সোসাইটিকে পাঠ করার জন্য একটি জরুরি বই।