ঢাকার সাহিত্যাঙ্গনে ‘উত্তর-উপনিবেশ সাহিত্য’ নিয়ে বেশ আগ্রহ রয়েছে। কিন্তু সেই আগ্রহ পূরণের যথেষ্ট বইপুস্তক নেই। কারণ, উত্তর-উপনিবেশ কেবল একটি কালিক ধারণা নয়; এই চিন্তার পরিব্যাপ্তির মধ্যে রয়েছে স্থানিক প্রেক্ষাপটে স্বাধীনসত্তার বিকাশের উপায়। বর্তমান গ্রন্থটি পুরোপুরি উত্তর-উপনিবেশকেন্দ্রিক না হলেও মজিদ মাহমুদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও রচনার প্রসাদগুণে হয়ে উঠেছে অনন্য। মজিদ মাহমুদ এ গ্রন্থে উত্তর-উপনিবেশ ধারণাকে অনেক সহজ করে নিয়ে এসেছেন। তাছাড়া উত্তর-উপনিবেশের বাইরে গ্রন্থে অন্তর্ভুক্ত রচনাগুলো বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্বশীল হয়ে উঠেছে। আমাদের বিশ্বাস, মজিদ মাহমুদের এই গ্রন্থটি উত্তর-উপনিবেশ সাহিত্যের ধারণাকে পরিস্ফুট করতে সহায়ক হবে