সাহিত্যই কেবল সক্ষম মানুষের সত্যিকারের অবস্থান তুলে ধরতে পারে। ডজন ডজন নারীবাদী তত্ত্ব, এনজিওদের উন্নয়নতত্ত্ব, বড় প্রতিষ্ঠানের গবেষণাকর্ম যা পারে না, ছোটগল্প পারে সেই মৃত্তিকালগ্ন নারীজীবনের জীবন্তরূপ তুলে ধরতে। প্রমাণ, এই গ্রন্থÑ ‘জেনানা-জবান’। বড় ভূগোলের ভারত আজ বিরাট বড় ম্যাক্রোইকোনমি নিয়ে পৃথিবীর বাণিজ্যিক প্রতিযোগিতা অবতীর্ণ। পৃথিবীর আকাশ-সংস্কৃতিবাণিজ্যের এক বিরাট অংশ এখন ভারতীয় ললনাদের দখলে। বছরের পর বছর ‘মিস ওয়ার্ল্ড’, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট উঠছে ভারতীয় সুন্দরীদের মাথায়। কিন্তু কেমন আছে কোটি কোটি সাধারণ ভারতীয় নারী? তাদের জীবনে কি উঁকি দিতে পেরেছে নারীমুক্তির ধারণা? ভারতীয় কর্পোরেট পুঁজি কি তাদের জীবনে এনে দিতে পেরেছে বাড়তি স্বস্তির অবসর? ভারতবর্ষের সকল প্রধান ভাষার শ্রেষ্ঠ লেখিকাদের সুনির্বাচিত গল্প নিয়ে এই সংকলন আমাদের দেখিয়ে দিল সংগ্রামের আরও অনেক পথ চলা বাকি।