আদৃতা। এইটের ছাত্রী। তার প্রচণ্ড ডাস্ট এলার্জি। তাকেই সাহস দিলেন ক্রীড়াশিক ননীবাবু। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নিতে। বাংলাদেশের পতাকা নিয়ে আদৃতা অনুভব করে এক অদ্ভূত আবেগ। এদিকে প্রদর্শনীর কারণে চাকরি হারাতে বসেন ননীবাবু। তখন আদৃতাই হয়ে ওঠে তার একমাত্র ভরসা। কী হয়েছিল সেই পদর্শনীতে আর কেনইবা ননীবাবুর চাকুরি হারানোর ভয়? আদৃতা কি পেরেছিল তার শিক্ষককে উদ্ধার করতে?