“শিল্পী জয়নুল আবেদিন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
শিল্পাচার্য জয়নুল ছিলেন একজন মানবিক বােধসম্পন্ন শিল্পী। আর প্রকৃতি ও মানুষ ছিল তার আঁকার বিষয়। বাংলার মাটি ও মানুষের পরিসরকে তিনি নানাভাবে এঁকেছেন। জয়নুলের ছবিগুলাের বিষয় ছিল দুর্ভিক্ষ, গ্রাম্য দৃশ্য, সামাজিক পরিস্থিতি, দৈহিক প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য, আদিবাসী জীবন ও অন্যান্য সমসাময়িক ঘটনা। সারাজীবন অসংখ্য ছবি এঁকেছেন জয়নুল আবেদিন। রেখার ছন্দায়িত ঢেউ তােলে তিনি ছবির যে সমৃদ্ধি ঘটিয়েছেন তা এক বিস্ময়কর ঘটনা । রেখা ও আর রঙের কার্যকর মিশেলে তাঁর ছবি হয়ে ওঠে বাংলার জনজীবন ও প্রকৃতির জীবন্ত ভাষ্যরূপ।