ফ্ল্যাপে লেখা কিছু কথা
মানব জীবনে প্রেম এবং প্রকৃতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবিদের কবিতায় এই বিষয় দু’টি নান্দনিকতার সাথে নানাভাবে উপস্থাপিত হয়। শামসুর রাহমানের কবিতাও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে প্রেমের প্রায় প্রতিটি প্রসঙ্গ শামসুর রাহমানের কবিতায় প্রতিফলিত হয়েছে অপুর্বভাবে। প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ থেকে গুরু করে সর্বশেষ কাব্যগ্রন্থ ‘গন্তব্য নাইবা থাকুক’ বিশ্লেষণ করলে তার প্রমাণ যথার্থ। তবে প্রকৃতির ক্ষেত্রে কিছুটা ভিন্নচিত্র রয়েছে। আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ তাঁর কবিতায় খুব একটা নেই। তবে নগর জীবনের নষ্ট কিংবা নয়নাভিরাম দৃশ্যের অজস্র চমৎকার ব্যবহার বাংলা কবিতার দৃশ্যপট পাল্টে দিয়েছে।