ফ্ল্যাপে লিখা কথা
পৃথিবী সমকালীন ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক অতি বিরল ঘটনা। রক্তঝরা একাত্তরের এ জনপদের জ্বলে ওঠে শৃঙ্খল ভাঙার আগুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। দেশ মাতৃকার মুক্তির জন্য স্বাধীনতাকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। যেখানে ছিল না কোন সামরিক পরিকল্পনা ,ছিল না কোন প্রশিক্ষত জনবল ও অস্ত্রশস্ত্র। সেখানে গড়ে ওয়ে এক অপরাজেয় বাহিনী-মুক্তিবাহিনী-যাদের নেতৃত্বে পুরো জাতি হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এদেশীয় কিছূ কুলাঙ্গার ব্যতীত সবাই এ প্রতিরোধ -যুদ্ধে সামিল হয়। এর মধ্যে এক উল্লেখযোগ্য স্থান জুড়ে ছিলেন সুন্দরবন সাব -সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা। তাঁদের আত্নত্যাগের কথা সমগ্র জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের কেউ বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন , কেউ কেউ শরীরের শেষ রক্তবিন্দু দিয়েছেন যুদ্ধক্ষেত্রে। এভাবে বিজয়ের অন্যতম অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ইতিাহসের পৃষ্ঠায় স্থান করে নিয়েছেন তাঁরা।
বিষয়সূচি
* সুন্দরবন সাব সেক্টর
* বাগেরহাটের রফিক বাহিনী
* গ্রন্থপঞ্জি