“প্রাচীন বাংলার পথে প্রান্তরে” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মানব সভ্যতার উৎকর্ষেরও আগে প্রস্তরযুগে মানববসতি ছিল বাংলায়, তারপর কালক্রমে বিকশিত হলাে সভ্যতা, সে সভ্যতাও ছিল বিশ্বমানের। তাই প্রস্তরযুগ থেকে শুরু করে সভ্যতা বিকাশের নানা স্তর পেরিয়ে হাল আমল পর্যন্ত এ দেশের মানুষের নানা কর্মের নিদর্শন ছড়িয়ে আছে প্রত্যন্ত বাংলার আনাচে কানাচে। সে সব অমূল্য নিদর্শন সরেজমিনে পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দিয়েছেন খন্দকার মাহমুদুল হাসান। প্রধানত ভ্রমণকাহিনীর আদলে লেখা সেসব বিবরণী ছাপা হয়েছে প্রথম আলাে, সংবাদ, ইত্তেফাক, নয়া দিগন্ত, জনকণ্ঠ প্রভৃতি দৈনিক এবং টইটম্বুর, শিশু, কিশাের তারকালােক ও কিশাের ভুবন প্রভৃতি মাসিক পত্রিকা-সাময়িকীতে। সে সবের মধ্য থেকে বাছাই করা কিছু জনপ্রিয় লেখা নিয়ে সাজানাে হয়েছে এ বই। সব শ্রেণীর পাঠকের বােধগম্যতার কথা বিবেচনা করে কঠিন বিষয়সমূহও সরলভাষায় বর্ণিত হয়েছে এতে। দুষ্প্রাপ্য ছবি ও প্রত্যক্ষদর্শীর চিত্তাকর্ষক বিবরণ সমৃদ্ধ এ গ্রন্থে কিছু দুর্লভ দলিলও সন্নিবেশিত হয়েছে।