“বাঙলা ভাষা- সংস্কার আন্দোলন” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বাঙলাভাষার বর্ণ ও বানান-সংস্কার আন্দোলন দুই দফায় দুই উদ্দেশ্যে শুরু হয়। আবুল হাসনাত মােহাম্মদ ইসমাইল, আবুল কাসেম চেয়েছিলেন হিন্দু বাঙলার সঙ্গে মুসলিম যবানের পার্থক্য সৃষ্টি করতে যাতে মুসলিম রাষ্ট্রে তমদুন-তাজীবের বাহনরূপে ভাষা ইসলামী স্বাতন্ত্র পায়। আর অন্য দফায় আন্দোলনের লক্ষ্য ছিল বর্ণে, বানানে, লিখনে জটিলতা, অসঙ্গতি ও অনিয়ম দেখিয়ে একে শেখার শেখানাের ও ব্যবহারের তথা শিক্ষার ও প্রশাসন কাজের বাহনরূপে প্রয়ােগের অযােগ্য প্রমাণ করে রাষ্ট্রভাষা করার দাবি পরিহার করানাে বা বাতিল করা। কাজেই দুটো আন্দোলনই ছিল দুষ্টবুদ্ধি-প্রসূত ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক।
অতএব, এ বিষয়ে টীকাভাষ্যসম্বলিত তথ্যবহুল মােটা বই লেখা যায়। কিন্তু যেহেতু ওই আন্দোলন দুটো পরিণামে বৃথা ও ব্যর্থ হয়েছে, সেহেতু সজলঘটমুখে আকাশ দেখানাের মতােই আমি ওঁদের মতলবের নমুনা ধরে রাখলাম এ বইয়ে।