বাঙালি জাতির জীবনের মহত্তম ঘটনা মুক্তিযুদ্ধ ক্রমে যেন হয়ে উঠছে চরম বিভ্রমের উৎস। ইতিহাসচেতনা ও সমগ্রদৃষ্টির ঘাটতি থেকে একদিকে চলছে অন্ধের হস্তি দর্শনের মতাে মুক্তিযুদ্ধের খণ্ডিত পর্যালােচনা, এর সঙ্গে যােগ হয়েছে মুক্তিযুদ্ধের মহৎ মানবিক আদর্শের পরিপন্থী। সাম্প্রদায়িকতাদুষ্ট বিবেচনা, উদ্দেশ্যমূলকভাবে যা মা মুক্তিযুদ্ধের অর্জন নস্যাতে সচেষ্ট রয়েছে। ফলে মুক্তিযুদ্ধ বিভ্রান্তির কুহক হয়ে ক্রমে হারাচ্ছে তার প্রেরণাসঞ্চারী ভূমিকা। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রসারিত ও গভীরতাসম্পন্ন যে-ধরনের বিশ্লেষণ প্রয়ােজন তা দাবি করে নিষ্ঠা, শ্রম ও দক্ষতার উপযুক্ত সমন্বয়। মুক্তিযুদ্ধ বিষয়ক তেমনি এক গবেষক ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ হিসেবে যাঁর কৃতি সমপ্রসারিত হয়েছে। সামাজিক-রাজনৈতিক সংস্কৃতিক ও ঐতিহাসিক গবেষণায় মুক্তিযুদ্ধের পটভূমিকা বিশ্লেষণ করে ইতিপূর্বে প্রণীত হয়েছেন দুই উল্লেখযােগ্য গ্রন্থ – মুক্তিযুদ্ধের মানুষ : মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং অসহযােগের দিনগুলি : মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব মুক্তিযুদ্ধ গবেষণায় ট্রিলজি হিসেবে নিবেদিত বর্তমান গ্রন্থে তিনি পর্যালােচনা করেছেন জাতির মহত্তম জাগরণে সাধারণ মানুষের। এ সম্পৃক্তি, স্বপ্ন ও আশার মাত্রাসমূহ দেশের মুক্তি। সংগ্রামে নিপীড়িতজনের অংশগ্রহণকে বাঙময় করে তােলার এই প্রয়াস আধুনিক সমাজগবেষণায় নতুন মাত্রা যােগ করার পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক খেলা ও বিভ্রম দূর করতে সহায়ক হবে। নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের ব্যাপকতা আরাে নিবিড়ভাবে অনুধাবনে সমাজকে সমর্থবান করে তুলবে মুক্তিযুদ্ধ-বিষয়ক
. আতিউর রহমানের তিনটি গ্রন্থ।