বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মহান মুক্তিসংগ্রাম এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন । বর্তমান শতাব্দীর প্রথমার্ধে বহু রাজনৈতিক উত্থান-পতনের ভেতর দিয়ে ১৯৪৭ সালে ভারত বিভক্তির মাধ্যমে পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় । শুরু হয় পাকিস্তানের এই অঞ্চলে পাঞ্জাবিদের শাসন-শোষণের প্রক্রিয়া । বাঙালির হাজার বছরের ইতিহাসে প্রবহমান ধারায় ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধ সর্বশ্রেষ্ঠ ঘটনা । জাতিগত, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ প্রক্রিয়ার সুদীর্ঘ পথ অতিক্রমের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাঙালি জাতি সারা বিশ্বের নিকট একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । ১৯৪৭-৭১ কালপর্ব আমাদের হাজার বছরের ইতিহাসের মহত্তম অধ্যায় । এই অধ্যায়ের প্রারম্ভিক পর্বে (১৯৪৭-৫৮) বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল । এই সময়কালে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের তথা আমাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের লড়াই সুনির্দিষ্টরূপ পরিগ্রহ করে । এই পর্যায়ে এ – দেশের প্রধান রাজনৈতিক দল ও সংগঠন সমূহের বিকাশ ঘটে । ১৯৪৭ সালের ধর্মভিত্তিক ভারত বিভক্তির ডামাডোলের ঘন অন্ধকারাচ্ছন্ন বৈরী পরিবেশের বিরুদ্ধে আমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির লড়াই শুরু হয় । বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাঙালির মুক্তিসংগ্রাম এক উত্তাল অগ্নিঝরা আন্দোলনের ভেতর দিয়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় । পরিশেষে নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা । এই স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য তথ্য, ঘটনা পরিস্থিতি, অবস্থা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক বহু বিষয় নিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে খ্যাতিমানদের মননশীল, প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ রচনার এক ঋদ্ধ সংকলন এ – গ্রন্থ । ব্যক্তিগত ও যে কোন ধরনের পাঠাগারের জন্য একটি আকর্ষণীয় ও অনন্য গ্রন্থ– ‘সম্মুখ সমরে বাঙালি’ ।