জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আবদুল জব্বারের কথা আমরা খুব একটা মনে রাখিনি। তাতে অবশ্য এই মানুষটার নিজের কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি। মননচর্চায় কিছু উনতা যদি ঘটে থাকে তবে তা আমাদেরই। ১৯৬৭ সালের মে মাসে তাঁর তারা-পরিচিতি বইটি প্রকাশিত হওয়ার পর সৈয়দ মুজতবা আলী ১৩৭৯ সালের ২৪শে চৈত্র সংখ্যা দেশ (সাপ্তাহিক) পত্রিকায় লিখেছিলেন : ‘মৌলিক গ্রন্থ হিসেবে বিজ্ঞানের রাজ্যে এমন একখানা পুস্তক ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, যার সঙ্গে তুলনা করা যেতে পারে এমন বই উভয় বাংলায় পূর্বে বেরোয় নি, আগামী শত বৎসরের ভিতর বেরুবে কিনা সন্দেহ।’ জীবন নিয়ে লেখা সুব্রত বড়–য়ার মোহাম্মদ আবদুল জব্বার : জীবন ও কর্ম বইটি তাঁর জীবন ও কৃতির সম্যক পরিচয় তুলে ধরার একটি নিবেদিত প্রয়াস।