“শহীদ কাদরী কবি ও কবিতা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কণ্ঠস্বর কবি শহীদ কাদরী তিরিশােত্তর বাংলা কবিতায় বিশেষ করে শেষ পঞ্চাশ ও ষাট দশকে বিপুল উচ্চারিত একটি নাম। লিখেছেন কম, সুধীন দত্তের মতাে। এত কম যে তার লেখা খুঁজে নয় বরং আবিষ্কার করে পড়তে হয়। আর কাব্য-প্রেমিকদের মধ্যে যারা আবিষ্কারােৎসাহী, তাঁর কবিতার আশ্চর্য, নির্লিপ্ত অথচ রক্তাক্ত, বিজ্ঞানমনস্ক ভাব বৈচিত্র, ব্যধির মতাে ক্ষত সমৃদ্ধ প্রেমহীন ভালােবাসা, অন্ধকারের ভিতর নির্মাণ করে যে দীপ্র এক আলাের জগৎ-তারা তাঁর কাব্যালােকের অলীকম্পর্শে উদ্ভাসিত হয়ে উঠেন। অনিবার্যভাবে আত্মজৈবনিক ও স্বীকারােক্তিমূলক, ব্যক্তিমানস উন্মােচনে মনােবিশ্লেষকের মতাে অকপট, তাঁর কবিতার মধ্যে দিয়ে আমরা প্রবেশাধিকার লাভ করি আমাদের এই পরিত্রাণহীন গ্রহের ভেতর বিরামহীন আবর্তিত হওয়া ভয়াবহ, হিম রক্তিম, অবয়বহীন এক নির্মোহ জীবনের সঙ্গে।