“কাব্য আমপারা”বইটির প্রথমের কিছু অংশ:
সুরা ফাতেহা
(শুরু করিলাম) লয়ে নাম আল্লার,
করুণা ও দয়া যার অশেষ অপার।
সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করুণা কৃপার যার নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তােমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সরল সহজ পথে মােদের চালাও,
যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথ-ভ্রষ্ট যারা, প্রভু,
তাহাদের পথে যেন চালায়াে না কভু!
সুরা-শ্লোক। ফাতেহা-উদ্ঘাটিকা।
যাবতীয় সুরার শানে-নজুল ও আবশ্যকীয় হাওয়ালা পরিশিষ্টে দ্রষ্টব্য।
সুরা নাস
শুরু করিলাম লয়ে নাম আল্লার,
করুণা ও দয়া যার অশেষ অপার।
বল, আমি তারি কাছে মাগি গাে শরণ
সকল মানবে যিনি করেন পালন।
কেবল তাহারি কাছে,-ত্রিভুবন মাঝ
সবার উপাস্য যিনি রাজ-অধিরাজ।
কুমন্ত্রণাদানকারী “খান্নাস” শয়তান
মানব দানব হতে চাহি পরিত্রাণ।
নাস – মানুষ। খান্নাস – কুমন্ত্রণাদাতা।
সুরা ফলক
শুরু করিলাম লয়ে নাম আল্লার,
করুণা ও দয়া যার অশেষ অপার।
বল, আমি শরণ যাচি ঊষা-পতির,
হাত হতে তার-সৃষ্টিতে যা আজে ক্ষতির।
আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার