আমাদের জাতিসত্ত্বার প্রথম পরিচয় একুশ। এই শব্দে নিহিত রয়েছে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির চেতনা। আমরা যা কিছু ঐতিহ্য নিয়ে অগ্রসর হচ্ছি, তার দ্বার উন্মোচন করেছে ১৯৫২ খৃস্টাব্দের একুশে ফেব্রুয়ারি মানে ‘একুশ’। এই দিন বাংলা ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। আর নিশ্চিত করে সফলতার সূর্য। তাই একুশ মানেই বাংলা ভাষা আন্দোলনের নাম। একুশের আগে ও পরে বাংলাভাষাকে নিয়ে যত ছড়া কবিতা লেখা হয়েছে তার সংখ্যা অগণিত এবং একুশ তার। প্রতিটিকেই স্পর্শ করে। এই বিশ্বাস থেকে দুই বাংলার ১৫৫ জন লেখকের ১৫৫টি। ছড়া-কবিতা নিয়ে ফারুক হোসেন সম্পাদনা করেছেন এই গ্রন্থ। এই গ্রন্থটি থেকে লেখক, পাঠক, গবেষকসহ সবাই উপকৃত হবেন- এই আমাদের বিশ্বাস।