ফ্ল্যাপে লিখা কথা
বাংলায় ইংরেজদের আগমনে এদেশবাসীর জীবনধারণের নানাক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসে, তারই সূত্র ধরে বাঙালির চিন্তাচেতনায় মধ্যযুগীয় ধ্যান-ধারণার অবসান ঘটে ও আধুনিক জীবনধারার নানা আভাস সূচিত হয়। নতুন কালের এই ভাব-তরঙ্গের অভিঘাতে বাঙপালির শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির জগতে নতুন অভিসার শুরু হয়। এই নতুন অভিসারের অন্যতমস প্রত্যক্ষ ফল অঅধুনিক বাংলা সাহিত্য। তারই বিস্তারিত পরিচয় লিপিবদ্ধ হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে। বাংলা সাহিত্যের বর্তমান ইতিহাস গ্রন্থখানি উনিশ শতকের শিক্ষাম সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে বাঙালির বিভিন্নমুখি ভূমিকার সঙ্গে তার জীবনে ইতিহাসকে সম্পৃক্ত করেছে। ফলে এ গ্রন্থ শুধু বাংলা সাহিত্যের আধুনিক ইতিহাসই নয় উনিশ শতক থেকে একুশ শতকরে শুরু পর্যন্ত বাঙালির সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিকগুরোর অখণ্ড রূপায়নের ইতিহাসও বটে।