ভূমিকা
‘পুবের সূর্য’ প্রথম বই আকারে বেরোয় কলকাতা থেকে, প্রায় সতেরো বছর আগে।এটা আমার প্রথম বই। মুক্তিযুদ্ধের ওপর ছোটদের জন্য লেখা আমাদের প্রথম উপন্যাসও এটা।ছোট মানে একেবারে ছোট নয়। এ বইয়ের প্রধান চরিত্রদের বসয় সতেরো থেকে একুশের ভেতর।যখন এই বই লেখা হয় তখন আমার বয়সও তাই ছিল।এখনকার তরুণরা আমাদের মতো ভাবে কিনা জানি না।তবে এটা জানি যারা মুক্তিযুদ্ধের সময় বা তার কিছু আগে পরে জন্মেছে, তারা জানতে চায় মুক্তিযুদ্ধটা আসলে কী ছিল।অল্প বয়সের লেখায় যা থাকে, আবেগ উচ্ছ্বাস-এ বইতে যথেষ্ট আছে।তারপরও আছে মু্ক্তিযুদ্ধের প্রস্তুতি। এটা এখনকার তরুণদের জানা খুবই দরকার বলে আমি মনে করি।
এবার বই আকারে বের করতে গিয়ে মূল বইয়ের অনেক কাটছাট করতে হয়েছে। কলকাতা থেকে যে ‘পূবের সূর্য’ বেরিয়েছিল তা সেটার পৃষ্ঠা সংখ্যা ছিল পৌনে দু’শয়ের বেশি।ছোট না করলে যাদের জন্যে এ বই তারা কিনতে পারবে না। তাবে পৃষ্ঠা কমালেও কাহিনীর ধারাবাহিকতা যাতে নষ্ট না হয় সেটা আমার বিবেচনায় ছিল।আমার লেখা পড়তে যারা অভ্যস্থ, তাদের কাছে এ বইয়ের ভাষা একটু অন্যরকম মনে হবে।ভাষার ক্ষেত্রে আমি কোনো পরিবর্তন করিনি।আমি যখন তোমাদের মতো ছিলাম, তখন কীরকম লিখতাম এই বই তারও একটা প্রমাণ।আশা করি তোমাদের ভালো লাগবে।
শাহরিয়ার কবির
১৮ই ফ্রেব্রুয়ারি ১৯৮৯