“পাকিস্তানি যুদ্ধাপরাধী ১৯১ জন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘পাকিস্তানি যুদ্ধাপরাধী ১৯১ জন’ শীর্ষক গ্রন্থটি মানুষের সীমাহীন নিষ্ঠুরতা ও মানবতার বিরুদ্ধে অপরাধকর্মের এমন একটি দলিল যার প্রতিটি ছত্র আমাদের রক্ত ও অশ্রু দিয়ে লেখা। এই দলিলটিকে শুধু সাত কোটি মানুষের রক্তাক্ত ইতিহাসের অংশ বললে কম বলা হবে। কেননা, এই গ্রন্থে শুধু যুদ্ধের নিষ্ঠুর যাতাকলে পিষ্ট মানুষগুলাের সীমাহীন কষ্টের কথা, আঘাতে আঘাতে চূর্ণবিচূর্ণ হবার কথা, আগ্রাসী পাকিস্তানি বাহিনীর ভয়ঙ্কর নিষ্ঠুরতা ও তাণ্ডবের কথাই বিধৃত হয় নাই, সেই সাথে বর্ণিত হয়েছে সভ্যতার এমন এক ব্যর্থতার কথা, যা সকল মানুষের অনুভবের বিষয়। বিচারহীনতার এই ব্যর্থতাকে অতিক্রম করবার জন্যই। পাকিস্তানি যুদ্ধাপরাধীদের কিছু অপরাধের অনুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। সেই সাথে চিহ্নিত করা হয়েছে অপরাধীদেরকে। ৭১-এ এদেশের মাটিতে। ঘটে যাওয়া অপরাধকর্মের বিচার কোনদিন সম্পাদিত হলে এই দলিলটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে। আত্মপরিচয়ের সংকটে নিমজ্জিত জাতির হৃদয়ের গভীর মূল্যবােধ ও সুস্থ অহংকার তৈরি করে বিচারের প্রতি আস্থা এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ গুরুত্বপূর্ণ দলিলটি কাজে আসবে বলে মনে করা যাচ্ছে।