নিজের অজান্তে বড় করে শ্বাস নিল আজাদ; ওর খুব ভালো করে জানা আছে, এ রকম অসম্পূর্ণ মেসেজের চেয়ে মর্মান্তিক এবং বিপজ্জনক আর কিছু হতে পারে না। দিলশাদ হয়তো পৃথিবীতে আর নেই। গিয়ে হয়তো দেখবে ওখানে ওর জন্য ফাঁদ পেতে রেখেছে প্রতিপক্ষ …। শেখ আবদুল হাকিমের চমৎকার গোয়েন্দা উপন্যাস।