শুধু ছড়ার দুটো লাইন দিয়ে সবার মন জয় করে নিতে পারেন যিনি, তাঁর নাম সুকুমার বড়–য়া। যেখানে আনন্দ নেই, বিস্ময় নেই, সেখানেও ব্যঙ্গ ও বিদ্রুপে, কল্পনা ও স্বপ্নে নির্ভেজাল আনন্দ পৌঁছে দেন ছড়ার এই যুবরাজ। ছড়া কী, কীভাবে ছড়া হয়-এসব কথা যাঁরা ভাবেন, তাঁরা সুকুমার বড়–য়ার দুটো ছড়া পড়েই তো বলে দিতে পারেন, এই হলো ছড়া। একই ছড়া দিয়ে ছেলেমেয়েদের আর যাদের ছেলেমেয়ে বলা যাবে না, আবার বুড়োবুড়ি বললেও রাগ করবেনÑতাদের সবার মন জয় করতে পারেন সুকুমার বড়–য়া।