“দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
নিরিবিলিতে লেখার আশায় লিম্পানিতে এসেছি আমি। পরিচয় হলাে ক্যাভরের সঙ্গে। ক্যাভর বিজ্ঞানী। লিম্পনীতে গবেষণাগার খুলে অদ্ভুত এক পদার্থ আবিষ্কারের নেশায় বুদ হয়ে আছে সে। কিন্তু কি সেই পদার্থ? ক্যাভরের কাছে বিস্তারিত শুনে মুগ্ধ হয়ে গেলাম। ভিড়ে গেলাম ক্যাভরের দলে। কিন্তু তখনাে জানি না কী ভীষণ দুর্ভোগ আছে আমাদের কপালে। তার আবিষ্কৃত গােলকে চড়ে পৌছে গেলাম চাঁদের দেশে। চাঁদের মাটিতে পা দিতে না দিতেই ধরা পড়ে গেলাম সেলি নাইটদের (চন্দ্ৰমানব) খপ্পরে। আমাদের আক্রমণ করল তারা। পালাবার পথ নেই। এখন উপায়? এইচ জি ওয়েলস-এর একটি শ্বাসরুদ্ধকর কল্পবিজ্ঞান কাহিনী।