“অদৃশ্য মানব” বইয়ের পিছনের কভারের লেখা:
এটা শুরু হয়েছিল একটি শান্ত গ্রামের সরাইখানায়। একজন রহস্যজনক আগন্তক; যার চেহারা ঢাকা ছিল নানা প্রকার মুখােশ ও দস্তানায় । কালাে চশমায়। এ ছাড়াও ব্যান্ডেজ ঢেকে রেখেছিল ওর সমস্ত মুখ। শুরু হলাে অদ্ভুত সব শব্দ, শরীরের নানা অংশের পাগলাটে কাণ্ডকারখানা, কিছু ভৌতিক চুরি ডাকাতি। আসবাবপত্রের মানুষের পেছনে তাড়া করে ফেরা সন্ত্রাস, উত্তেজনা, হত্যা। একজন অখ্যাত বিজ্ঞানী শিখে ফেলেছিল কিভাবে চামড়া, মাংস, হাড় ও রক্তকে অদৃশ্য করে ফেলা যায়। এই অখ্যাত বিজ্ঞানীর নাম গ্রিফিন। যে নিজের শরীরের উপর এইসবের পরীক্ষা করতে চেয়েছিল। সে যেখানে ইচ্ছে যেতে পারতাে, গুপ্তচরের কাজ করতে পারতাে, যেকোনাে একজনকে ভয় দেখাতে পারতাে। কিন্তু মানুষটার সমস্যা ছিল দুইটা। সে অদৃশ্য থেকে দৃশ্য হতে পারতাে না। আর মাঝে মাঝে ঘাতকের মতাে উন্মাদ হয়ে উঠতাে।