ক্ষুদে মানবী

৳ 125.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847022300029
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১১
সংস্কার 1st Published, 2009
দেশ বাংলাদেশ

“ক্ষুদে মানবী” ফ্ল্যাপের লেখা:
‘লিটল ওম্যান’ উনিশ শতকের মাঝামাঝি সময়কার গল্প। যখন পাশ্চাত্যের সমাজ ও পরিবার আজকের মতাে উদার এবং আধুনিক ছিলাে না, ছিলাে রক্ষণশীল।
মার্চ পরিবারের মেগ, জো, এমি ও বেথ চারবােন- একেকজন আলাদা মানবী। তাদের চিন্তার জগৎ, স্বপ্নের জগৎ ছিলাে সম্পূর্ণই আলাদা। তখনকার পারিবারিক ব্যবস্থায় নিয়ম ছিলাে যেকোনাে প্রকারে ভালাে মেয়ে হয়ে বাবা মা-কে ধন্য করা। নিজের মতাে করে বড় হওয়া নয়। সুই সুতাে নিয়ে সেলাই করতে করতে দেখাতে হবে সংযত চরিত্রের দৃঢ়তা। একটি মেয়ে বরফের চাঁই পাশের বাড়ির কাচের জানালায় ঠাস করে ছুঁড়ে মারছে, ব্রাশ দিয়ে বরফের পথ কেটে একটি ছেলের সঙ্গে দেখা করতে চলেছে, ভাবাই যায় না। লুইসা মে এলকট সে সময়টাকেই তুলে ধরেছেন তার ইতিহাস সৃষ্টিকারী ‘লিটল ওম্যান’ উপন্যাসে। তবে এটি সংক্ষেপিত সংস্করণ।

১৯৩২ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যে লুইজা মে অলকটের জন্ম হয় । সে যুগের খ্যাতনামা শিক্ষাবিদ এনাস ব্রনসন অ্যালকট ছিলেন তাঁর পিতা। প্রকৃতপক্ষে, ষােলাে বছর বয়স থেকেই লুইজা মে অলকট সাহিত্য-সাধনা শুরু করেন। কিন্তু একত্রিশের কোঠায় পৌছার পূর্ব-পর্যন্ত তিনি বিশেষ কোনাে প্রতিষ্ঠা অর্জন করতে পারেননি। মাঝখানের এই সময়টাতে তিনি শিক্ষকতা এবং সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবিকা হিসেবে কাজ করেন। ১৮৬২ সালে যুক্তরাস্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি ওয়াশিংটনে যান এবং ইউনিয়ন-বাহিনীতে নার্সের কার্যভার গ্রহণ করেন। নার্স থাকা-কালে হাসপাতাল জীবনের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তিনি বেশকিছু গল্প লেখেন। ১৮৬৩ সালে এই লেখাগুলাে প্রকাশিত হওয়ার পরই সাহিত্য-ক্ষেত্রে তার প্রতিষ্ঠা শুরু হয়। ১৮৬৬ সালে তিনি ইউরােপ সফর করেন এবং এই সময়ই তিনি “লিটল উইমেন’ উপন্যাস লেখা শুরু করেন । এই বইটি প্রকাশিত হওয়ার অল্পকালের মধ্যেই সমগ্র আমেরিকায় তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে আর সেই সঙ্গে কথাশিল্পী হিসেবে তিনি এক ঐতিহাসিক কীর্তির উত্তরাধিকারিত্ব লাভ করেন। ১৮৬৮ সালে প্রথম প্রকাশের পর তিন বছরেরও কম সময়ের মধ্যে লিটল উইমেনে’র ৮৭ হাজার কপি বিক্রি হয়। এরপর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্করণে, এর লক্ষ লক্ষ কপি বিক্রি হয় এবং আমেরিকা, ইউরােপ ও প্রাচ্যের বহু ভাষায় অনুবাদ-সংস্করণ প্রকাশিত হয়। সাহিত্যিক কৃতিত্বের অবিস্মরণীয় স্বাক্ষর রেখে এই মহীয়সী কথাশিল্পী ১৮৮৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ