“ক্ষুদে মানবী” ফ্ল্যাপের লেখা:
‘লিটল ওম্যান’ উনিশ শতকের মাঝামাঝি সময়কার গল্প। যখন পাশ্চাত্যের সমাজ ও পরিবার আজকের মতাে উদার এবং আধুনিক ছিলাে না, ছিলাে রক্ষণশীল।
মার্চ পরিবারের মেগ, জো, এমি ও বেথ চারবােন- একেকজন আলাদা মানবী। তাদের চিন্তার জগৎ, স্বপ্নের জগৎ ছিলাে সম্পূর্ণই আলাদা। তখনকার পারিবারিক ব্যবস্থায় নিয়ম ছিলাে যেকোনাে প্রকারে ভালাে মেয়ে হয়ে বাবা মা-কে ধন্য করা। নিজের মতাে করে বড় হওয়া নয়। সুই সুতাে নিয়ে সেলাই করতে করতে দেখাতে হবে সংযত চরিত্রের দৃঢ়তা। একটি মেয়ে বরফের চাঁই পাশের বাড়ির কাচের জানালায় ঠাস করে ছুঁড়ে মারছে, ব্রাশ দিয়ে বরফের পথ কেটে একটি ছেলের সঙ্গে দেখা করতে চলেছে, ভাবাই যায় না। লুইসা মে এলকট সে সময়টাকেই তুলে ধরেছেন তার ইতিহাস সৃষ্টিকারী ‘লিটল ওম্যান’ উপন্যাসে। তবে এটি সংক্ষেপিত সংস্করণ।