ভূমিকা
‘শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দাতা ও দয়ালু’
প্রত্যেক মানব-মানবী জ্ঞান হওয়ার পর থেকে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন দেখে। অনেকে পায়, অনেকে পায় না। যারা পায়, তাদের বেশির ভাগ বাস্তব জীবনে প্রবেশ করে সেই স্বপ্ন ভেঙ্গে যায়। কারণ স্বপ্ন আর বাস্তব দু’টোর ব্যবধান আকাশ আর পাতাল। তবু মানুষ স্বপ্ন দেখে। এটা জগতের নিয়ম। অনেকে মনের মতো জীবনসঙ্গী খোঁজে বিয়ের বয়স পার করে দিচ্ছে। এটা ঠিক না, বেঠিক, পাঠকবর্গের চিন্তার উপর ছেড়ে দিলাম। এই উপন্যাসের নায়ক-নায়িকা স্বপ্নের মানুষ পেয়েছে। কিভাবে পেল, সেই ঘটনাপুঞ্জি নিয়ে এই কাহিনী। বাস্তব জীবনে তাদের স্বপ্ন কতটা সফল হল , তা লিখলেই বইটি অনেক বড় হয়ে যাবে বিধায় লিখিনি। সে জন্যে পাঠকবর্গের কাছে ক্ষমাপ্রার্থি।