“একজন জিয়া” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
উনিশশাে একাশি সালের আট জুলাই ‘দৈনিক বাংলায়’-এবং একই সালের দশ জুলাই সাপ্তাহিক ‘বিচিত্রা’-য় জিয়াউর রহমানকে নিয়ে আমার দুটি নিবন্ধ প্রকাশিত হয়। এই দুটি রচনাকে মূল ঠামশা হিসেবে গ্রহণ করে এর সঙ্গে আরাে কিছু স্মৃতি ও কথার গুচ্ছ, জিয়ার জীবনধারা ও নালেখ্য এবং জিয়ার লেখা একটি নিরঙ্ক ও আরেকটি নিবন্ধের অংশবিশেষ সংযােজন করে আমার একটি বই প্রকাশিত হয় উনিশশাে বিরাশি সালের ফেব্রুয়ারী মাসে। শিরােনাম ছিলাে–‘জিয়াকে নিয়ে কিন্তু সৃতি কিছু কথা’। সেই বইটির দেহে আমি আরাে কিছু কথা কিছু স্মৃতি সংযােজন করেছি। আগের বইটির কয়েকটি অধ্যায়কে আরাে বিস্তৃত করেছি। কিছু কিছু বক্তব্যের সম্প্রসারণ করেছি। আগের বইতে জিয়া’র লেখা যে নিবন্ধটি অংশবিশেষ উদ্ধৃত করা হয়েছিলাে এই বইতে সেই নিবন্ধের পুরােটাই উদ্ধৃত করা হয়েছে। নতুন আরেকটি নিবন্ধ সংযােজন করা হয়েছে। আগের বইটির কিছু কিছু অংশ এই বইতে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই সংযােজন ও সম্প্রসারনের পর পাঠকের হাতে তুলে দেয়া হলাে এই বই- ‘একজন জিয়া’।