“এনিমেল ফার্ম” বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ:
জর্জ অরওয়েলকে নিয়ে গত ছ’দশক ধরে যত বিতর্ক হয়েছে, আর কাউকে নিয়ে হয়নি। জর্জ অরওয়েল এই শতাব্দীর সবচেয়ে বিতর্কিত লেখক। কিন্তু আমাদের ধারণা, বিতর্কের ঘােরে অরওয়েলের সাহিত্য যেন চাপা না পড়ে। জর্জ অরওয়েল ছিলেন একজন সত্যিকারের সৎ এবং সংগ্রামী মানুষ; ব্যক্তিজীবনের সততা ও স্পষ্টতা তার সাহিত্যের সরলতা-সুস্পষ্টতা-সুবােধ্যতা তৈরি করেছে। মানবপ্রজাতির মঙ্গল লেখার মাধ্যমে সম্ভবপর কিনা তিনি ভেবেছেন, এবং এখান থেকে তৈরি হয়েছে তাঁর রাজনৈতিকতা, বিশেষ ধরনের মানবিকবাদী প্রত্যয়,শুভ সমাজের প্রতি চিরন্তন এক পক্ষপাত । কেউ তাঁকে প্রফেট’ বলেছেন, কেউ বলেছেন এ্যান্টি-কম্যুনিস্ট র্যাডিকাল, কেউ বলেছেন বিপ্লববাদী, কেউ বলেছেন সাংবাদিকতাগ্রস্ত ও সরল। এর সবই হয়তাে সত্য, তাঁর জীবন ও টেক্সটের কোনাে কোনাে প্রান্তবিচারে উপযােগী; তবে এইসব উপাদানের ভিত্তিতে আমরা গড়ে নিতে পারি অরওয়েলের নতুন এক পাঠ।